ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনা আক্রান্ত চিকিৎসককে হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ১৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনা আক্রান্ত চিকিৎসককে হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

করোনাভাইরাসে আক্রান্ত ফরিদপুর মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শফিক উর রহমানকে জরুরি ভিত্তিতে ফরিদপুর থেকে ঢাকায় আনা হয়েছে।  সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয় ওই চিকিৎসককে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক নূর ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ বিমান বাহিনী সরকারের প্রকাশিত নীতিমালা অনুসরণ করে জাতীয় যেকোনো সংকট মোকাবিলায় সবসময় জরুরি সহায়তা দিয়ে আসছে। সশস্ত্র বাহিনী বিভাগ ‘In Aid to Civil Power' এর আওতায় করোনাভাইরাস প্রতিরোধে বিমান বাহিনী জরুরি বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন সেবা পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায়, বিমান বাহিনী প্রধানের প্রয়োজনীয় দিক নির্দেশনায় ওই মেডিক্যাল ইভাকোয়েশন মিশন পরিচালনা করা হয়। বিমান বাহিনী এ মেডিক্যাল ইভাকোয়েশন মিশনের মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত ফরিদপুর মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শফিক উর রহমানকে ঢাকায় নিয়ে আসে।

পরবর্তী সময়ে তাকে উন্নত চিকিৎসার জন্য কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পাঠানো হয়।



ঢাকা/সাওন/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়