ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ডিএনসিসিতে চলছে কোরবানির পশুর বর্জ্য অপসারণ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ১ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ডিএনসিসিতে চলছে কোরবানির পশুর বর্জ্য অপসারণ

কোরবানির বর্জ্য অপসারণ (ফাইল ছবি)

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় চলছে কোরবানির পশুর বর্জ্য অপসারণ। 

শনিবার (০১ আগস্ট) দুপুর ২টায় ভাটারা সাইদনগরে কোরবানির পশুর বর্জ্য অপসারণ উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

এর আগে বেলা ১২টায় মোহাম্মদপুর এলাকার বসিলায় ডিএনসিসি ডিজিটাল হাটের মাধ্যমে দেওয়া কোরবানির স্থান পরিদর্শন করেন মেয়র।

প্রতিবছরের মতো এবারও ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন ১১ হাজার ৫০৮ জন পরিচ্ছন্নতাকর্মী।

ডিএনসিসি সূত্র জানায়, বর্জ্য অপসারণের জন্য ভারী ও হালকাসহ তিন শতাধিক যানবাহন, ১২টি পানির গাড়ির মাধ্যমে স্যাভলন ও ব্লিচিং মিশ্রিত পানি ছিটিয়ে কোরবানির স্থান দূষণমুক্ত করা হচ্ছে।  ৪২ টন ব্লিচিং পাউডার ও ১৮০০ লিটার তরল জীবাণুনাশক ছিটানো হবে।

ঢাকা/সাওন/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়