ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঈদের দিনে হাতিরঝিলে বিনোদনপ্রেমীদের ঢল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৫, ১ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঈদের দিনে হাতিরঝিলে বিনোদনপ্রেমীদের ঢল

ইট-পাথরের শহর ঢাকায় প্রশান্তির জায়গা হাতিরঝিল। বিশেষ করে, উৎসবের দিনগুলোতে বিনোদনপ্রেমীদের ঢল নামে এখানে। এবার ঈদুল আজহাতেও তার ব্যতিক্রম ঘটেনি।

শনিবার (১ আগস্ট) বিকেলে সরেজমিনে দেখা গেছে, হাতিরঝিলের মধুবাগ, রামপুরা, বাড্ডা, পুলিশ প্লাজা পয়েন্টে মানুষের উপচে পড়া ভিড়। শুধু দৃষ্টিনন্দর সেতুগুলোতে নয়, হাতিরঝিলের সবখানেই ঈদ উদযাপনে মাতোয়ারা হাজার হাজার মানুষ। ওয়াটার ট্যাক্সি ও বোট যোগ করেছে নতুন মাত্রা। ওয়াটার ট্যাক্সিতে ভ্রমণের জন্য যাত্রীদের দীর্ঘ সারি দেখা গেছে। হাতিরঝিল শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।

রাজধানীর শনির আখড়া থেকে পরিবার নিয়ে ঘুরতে এসেছিলেন রেজওয়ান হক। তিনি বলেন, ‘প্রতি ঈদেই আমরা এখানে আসি। পুরো হাতিরঝিল ঘুরে দেখলাম। স্বস্তির শ্বাসও ফেললাম।’

পুলিশ প্লাজা এলাকায় বসে কথা বলছিল এক যুগল। তারা বলেন, ‘ঈদে ঘুরতে বেরিয়েছি। হাতিরঝিলের মতো এমন জায়গা আর কোথায় পাব? সন্ধ্যার পর আলো ঝলমল দৃশ্য অন্য কোথাও দেখা যায় না।’

হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক রাইজিংবিডিকে বলেন, ‘মানুষ যেন নিরাপদে হাতিরঝিলে ঘুরতে পারে, সেজন‌্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পুলিশের পাশাপাশি গোয়েন্দাদেরও মোতায়েন করা হয়েছে। তবে সন্ধ্যার পর আমরা কাউকে থাকতে দেব না।’

ঢাকা/মাকসুদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়