ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৯, ২ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে

গাবতলী বাস টার্মিনালের ছবি

ঈদুল আজহার দ্বিতীয় দিন রোববার (০২ আগস্ট) সকাল থেকেই রাজধানী ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ।  বাড়তি ছুটি না থাকায় ভিড় এড়াতে সকালেই ফিরেছেন অনেকে।  আবার এদিন লোকজনকে রাজধানী ছাড়তেও দেখা গেছে।  এদের বেশিরভাগই ব্যবসায়ী বলে জানা গেছে।

রোববার (০২ আগস্ট) বিকেলে গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, যাত্রী নিয়ে টার্মিনালে ভিড়ছে বিভিন্ন জেলার বাস।  ছুটি কম থাকায় যারা বাড়ি গিয়েছেন সোমবার (০৩ আগস্ট) কাজে যোগ দিতে তারা কেউ কেউ ঢাকায় ফিরছেন।

গাবতলী-মানিকগঞ্জ রুটে চলাচলকারী সেলফী পরিবহনের চালক আবুল হাসেম বলেন, সাধারণত ঈদের পরের দিনে খুব বেশি লোকজন ঢাকায় ফিরে না। তবে এবার ছুটি কম, তাই লোকজন ফিরছেন।  তবে যে হারে মানুষ ঢাকা ছেড়েছেন, সে অনুপাতে আজ ফিরছেন না।

কিছু সিট ফাঁকা রেখে তিনি গাড়ি নিয়ে ঢাকায় ফিরেছেন বলেও জানান।

গাবতলী টার্মিনালে দেখা গেছে, অধিকাংশ কাউন্টার ফাঁকা।  আবার যেসব কাউন্টার খোলা রয়েছে, সেগুলোতে বাড়ি ফিরতে ইচ্ছুক যাত্রীদের উপস্থিতি দেখা গেছে, তবে তা খুবই কম।  কাউন্টার থেকে ১৫ মিনিট পর গাড়ি ছেড়ে যাওয়ার নিয়ম থাকলেও আজ ছেড়ে যাচ্ছে ৩০ মিনিট পর।  এসব গাড়িতে সীমিত সংখ্যক যাত্রী বাড়ির উদ্দেশে রওনা দিচ্ছেন।

আতিয়ার রহমান নামের এক ব্যবসায়ী জানান, তিনি দোকান এবং অনলাইনে পোশাক বিক্রি করেন। ঈদের আগে দোকানের তুলনায় অনলাইনে বিক্রির অর্ডার বেশি ছিল।  ডেলিভারি সংক্রান্ত চাপ থাকায় ঈদের দিনে বাড়ি যেতে পারেননি। পরিবারের অন্য সদস্যদের ঈদের দুই  দিন আগে বাড়ি পাঠিয়েছেন, আজ তিনি বাড়ি যাচ্ছেন। আগামী সপ্তাহে পরিবার নিয়ে ঢাকায় ফিরবেন তিনি।

ঢাকা/হাসান/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়