ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৭, ৪ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা

ঈদের ছুটি শেষ হয়েছে। খুলেছে সরকারি-বেসরকারি অফিস। ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। 

মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর বাস কাউন্টারগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল থেকেই ঢাকায় যাত্রী ফিরতে শুরু করেছে। আজ যাত্রীর চাপ বেড়েছে দ্বিগুণের বেশি। এদিকে বাস থেকে নামার পর হাঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। 

বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করেন নুর মোহাম্মদ। তিনি বলেন, ‘একদিন আগেও বাসের টিকিট কাটতে গিয়ে পাইনি। তাই কয়েকজন মিলে প্রাইভেট কার ভাড়া করে ঢাকায় ফিরতে হচ্ছে। এছাড়া, বিকল্প কোনো উপায় নেই।’

সায়েদাবাদ বাস কাউন্টারে গিয়ে দেখা যায়, মানুষ নানা মাধ্যমে ঢাকা ফিরছে। অনেকে আজকে এসেই কর্মস্থলে যোগ দিচ্ছেন। তবে বিকেলে যাত্রীর চাপ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন একুশে এক্সপ্রেসের কাউন্টার সহকারী মাইদুল ইসলাম। 

তিনি বলেন, ‘গতকালের চেয়ে আজ যাত্রী আসছে বেশি। আগামীকাল যাত্রী চাপ আরও বাড়বে। আগামী এক সপ্তাহ যাত্রী আসবে। তবে দুই এক দিন ভিড় বেশি থাকবে।’ 

এদিকে, ছুটি শেষে ঢাকায় ফেরার পাশপাশি অনেককে আবার ঢাকা ছাড়তেও দেখা গেছে। যারা ঈদে বিশেষ ছুটি পাননি, কিংবা ব্যবসায়িক বা ব্যক্তিগত কাজে ঢাকা থাকতে হয়েছে মূলত তারাই বাড়ি ফিরছেন এখন। তবে এই যাত্রীদের সংখ‌্যা তুলনামূলক কম বলে জানিয়েছেন গাবতলী এনা কাউন্টারের ম্যানেজার মহিউদ্দিন মিয়া।

তিনি বলেন, ‘ঈদের পরবর্তী সময়ে ঢাকায় ফেরা মানুষের সংখ‌্যা বেশি। এ সময় ঢাকাগামী গাড়িতে ভিড় থাকে বেশি। এক্ষেত্রে ঢাকা থেকে যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো অনেকটা ফাঁকাই থাকে।’
 

ঢাকা/ইয়ামিন/ইভা   

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়