ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

আইন মেনে চসিকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে: তাজুল ইসলাম

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৮, ৪ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আইন মেনে চসিকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে: তাজুল ইসলাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, আইন অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে মন্ত্রণালয়ে তার নিজ কক্ষে প্রশাসক নিয়ােগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, সিটি করপোরেশনের মেয়াদোত্তীর্ণ হওয়ার পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু করোনাভাইরাসের কারণে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত রেখেছে। তাই আইন অনুযায়ী চট্টগ্রাম সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আগামী নির্বাচন পর্যন্ত এ প্রশাসক তার দায়িত্ব পালন করবেন।

মন্ত্রী বলেন, রাজনৈতিক নেতারা যেহেতু জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত, তাই প্রশাসক হিসেবে রাজনৈতিক ব্যক্তিকেই দায়িত্ব দেওয়া হয়েছে।

সকালে চসিকের প্রশাসক হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম সুজনকে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। মোহাম্মদ খোরশেদ আলম সুজন ১৯৭০ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ছাত্রলীগের বিভিন্ন স্তরে সভাপতি ও অন্যান্য পদে দায়িত্ব পালন করেন। 
 

ঢাকা/আসাদ/এসএম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়