ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গাজীপুর ও পার্শ্ববর্তী এলাকা হবে শিল্প-পর্যটন নগরী

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ৬ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গাজীপুর ও পার্শ্ববর্তী এলাকা হবে শিল্প-পর্যটন নগরী

বৈঠক অনুষ্ঠিত হয়

গাজীপুর ও পার্শ্ববর্তী এলাকা সমন্বয়ে আধুনিক, সুপরিকল্পিত শিল্প ও আকর্ষণীয় পর্যটন নগরী গড়ে তোলা হবে।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এবিষয়ে আলোচনা হয়।

কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সভাপতিত্ব করেন।

বৈঠকে কমিটির সদস্য নারায়ণ চন্দ্র চন্দ, বজলুল হক হারুন, মো. মনোয়ার হোসেন চৌধুরী, আনোয়ারুল আশরাফ খান, বেগম ফরিদা খানম অংশ নেন।

গাজীপুর ও  পার্শ্ববর্তী  এলাকা সমন্বয়ে আধুনিক, সুপরিকল্পিত শিল্প ও আকর্ষণীয় পর্যটন নগরী গড়ে তুলতে একটি কর্মপরিকল্পনা  করার সুপারিশ করা হয় এবং আগামী বৈঠকে উত্থাপনের সুপারিশ করা হয়।

পাশাপাশি গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২০ নিয়ে আগামী  বৈঠকে আলোচনা হবে এবং বিল নিয়ে সিদ্ধান্ত হবে।  

বৈঠকের শুরুতে প্রয়াত সংসদ সদস্যদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান, রাজউকের চেয়ারম্যান, আইন মন্ত্রণালয়ের  ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/আসাদ/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়