ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাবেক নৌপ্রধান রিয়ার অ‌্যাডমিরাল মাহবুব আলীর মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৭, ৭ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সাবেক নৌপ্রধান রিয়ার অ‌্যাডমিরাল মাহবুব আলীর মৃত্যুবার্ষিকী পালিত

সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ‌্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ভার্চুয়াল স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, বিশেষ অতিথি ছিলেন মেজর (অব.)  হাফিজ উদ্দিন আহমেদ ও সাবেক বিমানবাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির জলবায়ু পরিবর্তন-বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান, সদস্য মীর হেলাল, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক প্রমুখ।

অনলাইনের মাধ‌্যমে অনুষ্ঠানে অংশ নেন রিয়ার অ‌্যাডমিরাল মাহবুব আলী খানের কনিষ্ঠ জামাতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবাইদা রহমান।

রিয়ার অ‌্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহজালাল দরগাহ মসজিদে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।

সাবেক নৌবাহিনী প্রধান ও ভাষা সৈনিক রিয়ার অ‌্যাডমিরাল মাহবুব আলী খান ১৯৮৪ সালে ৬ আগস্ট মারা যান। ১৯৭৯ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ছিলেন।

ঢাকা/সাওন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়