ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

করোনায় রাজস্ব কর্মকর্তা রহমতের মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ৯ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় রাজস্ব কর্মকর্তা রহমতের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রাজস্ব কর্মকর্তা রহমত আলী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রংপুর ভ্যাট কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা রহমত আলী (ইন্নালিল্লাহি… রাজিউন)।

রোববার (৯ আগস্ট) সকাল পৌনে ৯টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত‌্যু হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জ‌্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয় এ মু’মেন রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রহমত আলী রংপুর ভ্যাট কমিশনারেটের অধীন বাংলাবান্ধা এলসি স্টেশনে কর্মরত ছিলেন। করোনার উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার ধানমন্ডিস্থ পপুলার মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। 

রহমত আলীর গ্রামের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মাস্টার পাড়ায়। তিনি মৃত্যুকালে তিন সন্তান রেখে গেছেন।   রহমত আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। 

ঢাকা/এম এ রহমান/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়