ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাতিলের সময় বাড়ালো বিমান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৩, ১০ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাতিলের সময় বাড়ালো বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

তিন আন্তর্জাতিক রুট ছাড়া (দুবাই, আবুধাবি ও লন্ডন) বাকি সব আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাতিলের সময় ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে ১৫ আগস্ট (শনিবার) পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয়েছিল। নতুন ঘোষণায় নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হলো।

সোমবার (১০ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটের নোটিশ বোর্ডে এ তথ্য জানানো হয়।

পাশাপাশি কুয়েত সরকারের নিষেধাজ্ঞা থাকার কারণে ঢাকা-কুয়েত-ঢাকা রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

এর আগে মহামারি করোনার প্রাদুর্ভাবের কারণে গত ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে আন্তর্জাতিক এবং অভ্যন্তরণীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরপর আরেক আদেশে চীন বাদে সব দেশের সঙ্গে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।

এ নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে ১৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে, ১৬ মে, ৩০ মে এবং ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়। ১৬ জুন থেকে ঢাকা থেকে লন্ডন রুটে এবং কাতার রুটে ফ্লাইট চলাচল করার অনুমতি দেয় বেবিচক।

সর্বশেষ গত ৩ আগস্ট এক ঘোষণায় দুবাই, আবুধাবি ও লন্ডন রুটের ফ্লাইট ছাড়া বিমান বাংলাদেশের বাকি সব আন্তর্জাতিক ফ্লাইট ১৫ আগস্ট (শনিবার) পর্যন্ত বাতিল করা হয়েছিল। এ সময়সীমা এবার আরও বাড়ানো হলো।

হাসান/এসএম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়