ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কারা কর্তৃপক্ষকে সুরক্ষা সরঞ্জাম দিলো যুক্তরাষ্ট্র

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৭, ১০ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কারা কর্তৃপক্ষকে সুরক্ষা সরঞ্জাম দিলো যুক্তরাষ্ট্র

কারা মহাপরিদর্শকের কাছে সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় কারা কর্তৃপক্ষকে স্বাস্থ‌্য সুরক্ষা সরঞ্জাম দিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।

সোমবার (১০ আগস্ট) দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন দূতাবাস জানায়, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশার কাছে সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর করেন।

সুরক্ষা সরঞ্জামের মধ্যে রয়েছে—কাপড়ের তৈরি ১০ হাজার পুনর্ব্যবহারযোগ্য মাস্ক, বিপজ্জনক পদার্থ ব্যবস্থাপনায় ব্যবহৃত ২০০ পূর্ণাঙ্গ হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল স্যুট, ৫০টি কেএন-৯৫ সার্জিক্যাল মাস্ক, ৬৬০ বোতল হ্যান্ড স্যানিটাইজার, ১১ হাজার জোড়া সার্জিক্যাল গ্লাভস, ২৫ কেজি ব্লিচিং পাউডার, দুটি জীবাণুনাশক স্প্রেয়ার, ১০০টি ফেস শিল্ড এবং ১০টি ইনফ্রারেড থার্মোমিটার। এসব সরঞ্জাম বাংলাদেশি বিভিন্ন কোম্পানির কাছ থেকে কেনা হয়েছে।

ঢাকা/হাসান/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়