ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বিমানে যোগ হচ্ছে ড্যাশ-৮ মডেলের নতুন উড়োজাহাজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৯, ১১ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বিমানে যোগ হচ্ছে ড্যাশ-৮ মডেলের নতুন উড়োজাহাজ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ (ফাইল ছবি)

চলতি বছরের নভেম্বরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে ‘ড্যাশ-৮ কিউ ৪০০ এনজি’ মডেলের নতুন উড়োজাহাজ।

বিমান সূত্রে জানা গেছে, ওই মডেলের নতুন তিনটি উড়োজাহাজ চলতি বছরের মার্চ, মে ও জুনে সরবরাহ করার কথা ছিল কানাডার নির্মাতা প্রতিষ্ঠান বোম্বার্ডিয়ার ইনকরপোরেশনের। কিন্তু করোনাভাইরাসের কারণে সময়মতো সেগুলো সরবরাহ করতে পারেনি প্রতিষ্ঠানটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য ৩টি উড়োজাহাজ কিনতে বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে (জিটুজি) ক্রয় চুক্তি হয়। এজন্য ঋণ সহায়তা দিয়েছে কানাডা সরকারের প্রতিষ্ঠান ‘এক্সপোর্ট ডেভেলপমেন্ট কানাডা’ (ইডিসি)।

২০১৮ সালের ১ আগস্ট বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এই ক্রয় চুক্তিতে স্বাক্ষর করেন বিমানের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দিক আহমেদ ও কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের (সিসিসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান কার্ল মারকোট।

ঢাকা/হাসান/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়