ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চালু হচ্ছে ফ্লাইট, কর্মস্থলে ফিরতে বিমান অফিসে প্রবাসীদের ভিড়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৮, ১২ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চালু হচ্ছে ফ্লাইট, কর্মস্থলে ফিরতে বিমান অফিসে প্রবাসীদের ভিড়

বিমান অফিসে প্রবাসীদের ভিড়

মহামারি করোনাভাইরাসের প্রকোপের কারণে কয়েক দফায় আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের মেয়াদ বাড়ানো হয়।  এরইমধ্যে আগামী মাসের প্রথমদিন থেকে চালু হচ্ছে বিমানের ফ্লাইট।  যদিও বর্তমানে তিনটি রুটে চালু রয়েছে বিমানের ফ্লাইট। 

এই অবস্থায় করোনার কারণে দেশে এসে আটকে পড়া বাংলাদেশিরা কর্মস্থলে ফিরতে টিকিট কনফার্মের জন্য ভিড় করছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অফিসে।

বিমানের টিকিট অফিস সূত্র জানায়, গত কয়েকদিন থেকেই প্রবাসীরা ভিড় করছেন টিকিট কনফার্মের জন‌্য।  বুধবার (১২ আগস্ট) তাদের উপস্থিতি হাজার ছাড়িয়ে গেছে। শৃঙ্খলা রক্ষায় এরইমধ্যে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।

অভিযোগ রয়েছে, টিকিটপ্রত্যাশীদের অতিরিক্ত ভিড়ের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, আগামী ৩০ আগস্ট পর্যন্ত আবুধাবিগামী সপ্তাহে ৪টি ফ্লাইট আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। আরও দুইটি অতিরিক্ত ফ্লাইটের জন্য আবেদন করেছে সংস্থাটি। মূলত এসব ফ্লাইটের টিকিটের চাহিদাই সবচেয়ে বেশি।

করোনা সংক্রমণ শুরুর আগে দেশে ছুটি কাটাতে আসা প্রবাসীরা টিকিট সংগ্রহের জন্য ছুটছেন বিমান অফিসে।

ঢাকা/হাসান/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়