ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পরিমাপে কারচুপি: ২ পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা-জরিমানা 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৮, ১২ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পরিমাপে কারচুপি: ২ পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা-জরিমানা 

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন

জ্বালানি তেল পরিমাপে কারচুপির অপরাধে ২টি পেট্রোল পাম্পকে লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। 

‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়েছে। 

বুধবার (১২ আগস্ট) ঢাকা মহানগরীর দারুস সালাম এলাকার মেসার্স খালেক সার্ভিস ফিলিং স্টেশনের ২টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে ১০ লিটারে ১৪০ মিলি. করে জ্বালানি তেল কম দেওয়ার প্রমাণ পান বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত। 

এছাড়া কল্যাণপুর এলাকার মেসার্স সোহরাব সার্ভিস স্টেশনেও ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে ১০ লিটারে ৪৮০ মিলি. করে জ্বালানি তেল কম দেওয়ার প্রমাণ পান তারা।  

এসব অভিযানে ওজনে কম দেওয়ার অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠান ২টিকে যথাক্রমে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। 

বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালতে পরিদর্শক মো. লিয়াকত হোসেন ও মো. নাজমুস সায়াদত অংশ নেন।

শাহ আলম খান/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়