ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

তেজগাঁওয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ১৫ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
তেজগাঁওয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন

জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকার তেজগাঁয়ে উন্মোচিত হলো বঙ্গবন্ধুর পূর্ণ অবয়ব ভাস্কর্য। ডাক অধিদপ্তরের পোস্টাল সর্টিং সেন্টারের সামনে এই ভাস্কর্যটি নির্মিত হয়েছে। 

শনিবার (১৫ আগস্ট) সাত ফুট বেদীর ওপর স্থাপিত ১৫ ফুট দীর্ঘ ভাস্কর্যটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নূর-উর-রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএস ভদ্র এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনস্থ সংস্থাসমূহের প্রধানরা সংযুক্ত ছিলেন।

অনুষ্ঠানে মোস্তাফা জব্বার বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে দেশমাতৃকার প্রতি ভক্তি নিয়ে মানুষের সেবায় আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানান। 

হাসান/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়