ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘বঙ্গবন্ধু শুধু একজন মানুষই নন, একটি ইতিহাস’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৮, ১৫ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘বঙ্গবন্ধু শুধু একজন মানুষই নন, একটি ইতিহাস’

জাকির হোসেন (ফাইল ফটো)

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, বঙ্গবন্ধু শুধু একজন মানুষই নন, বঙ্গবন্ধু একটি ইতিহাস, বঙ্গবন্ধু একটি স্বপ্ন, একটি সংগ্রাম, বঙ্গবন্ধু এই দেশের মানচিত্রে রয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) কুড়িগ্রামের রৌমারীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।  আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু একটি আর্দশ।  যে আদর্শ বুকে ধারণ করে আমরা দীর্ঘদিন অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছি, এই মানুষটি আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে। তার ডাকে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধেও বুকের তাজা রক্ত ঢেলে দিতে একটুও দ্বিধাবোধ আমাদের ছিল না।  আমি শ্রদ্ধা জানাই সেসব শহীদদের, যারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ভাষা আন্দোলনে, মহান স্বাধীনতা যুদ্ধে ও বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, সহকারী পুলিশ সুপার এম এইচ মাহফুজার রহমান, উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মো. দিলওয়ার হাসান ইনাম ও রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু।

প্রতিমন্ত্রী রৌমারিতে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন।  পরে অসহায় দুই হাজার মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।

ইয়ামিন/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়