ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মেয়াদ বেড়েছে পদ্মা সেতুর তত্ত্বাবধায়ক প্রকৌশলীর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ২৬ আগস্ট ২০২০   আপডেট: ১২:৩৮, ২৬ আগস্ট ২০২০
মেয়াদ বেড়েছে পদ্মা সেতুর তত্ত্বাবধায়ক প্রকৌশলীর

জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো

পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুনর্বাসন) মোহাম্মদ ফরিদুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ এক বছর বাড়িয়েছে সরকার। 

বুধবার (২৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুনর্বাসন) মোহাম্মদ ফরিদুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ গত ২২ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। এর মধ্যে ২৩ আগস্ট বা তার যোগদানের তারিখ থেকে এই চুক্তির মেয়াদ একবছর বাড়ানো হয়। এর আগে আরও দু’বার তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়।  

এই নিয়োগের ক্ষেত্রে আগের চুক্তির শর্তগুলো অপরিবর্তিত রেখে ফের চুক্তিপত্র সম্পাদন করতে হবে বলে আদেশে বলা হয়েছে।

২০১৬ সালের ২২ আগস্ট সড়ক ও জনপথ অধিদফতরের অবসরপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরিদুল আলমকে চুক্তিতে ২ বছরের জন্য পদ্মা সেতু প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নিয়োগ দেওয়া হয়।

রাইজিংবিডি/নঈমুদ্দীন/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়