Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ২৮ নভেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৪ ১৪২৮ ||  ২১ রবিউস সানি ১৪৪৩

৪ মেরিন একাডেমিতে কমান্ড্যান্ট নিয়োগ

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ৩ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৮:১৪, ৩ সেপ্টেম্বর ২০২০
৪ মেরিন একাডেমিতে কমান্ড্যান্ট নিয়োগ

নৌপরিবহন মন্ত্রণালয়ের লোগো

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন নবনির্মিত চারটি মেরিন একাডেমির জন্য চারজন কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) নিয়োগ দেওয়া হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয় বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে।

মেরিন একাডেমিগুলো বরিশাল, রংপুর, সিলেট ও পাবনায় নির্মিত হয়েছে।
 
বরিশাল ও রংপুর মেরিন একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন যথাক্রমে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন এস এম আতিকুর রহমান ও ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার।  

সিলেট ও পাবনা মেরিন একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) হয়েছেন যথাক্রমে বাংলাদেশ মেরিন একাডেমির ডেপুটি কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এ বি এম শামীম এবং ঊর্ধ্বতন নৌ-প্রশিক্ষক ক্যাপ্টেন মো. তৌফিকুল ইসলাম।

আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে তাদেরকে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

একাডেমিগুলো নির্মাণে ব্যয় ধরা হয় ৫২১ কোটি ৪৬ লাখ টাকা।  ২০১৫ সালে এসব মেরিন একাডেমির নির্মাণ কাজ শুরু হয়। এরইমধ্যে চারটি একাডেমিতে ৫০ জন করে ২০০ জনের একাডেমিক কার্যক্রম (২০১৯-২০ বছর) শুরু হয়েছে।

আসাদ/জেডআর

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়