ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এসি বিস্ফোরণে ৭ বছর বয়সী শিশুর মৃত্যু

মেডিকেল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০১, ৫ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ০৮:১৮, ৫ সেপ্টেম্বর ২০২০
এসি বিস্ফোরণে ৭ বছর বয়সী শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময় এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনায় সাত বছর বয়সী শিশু জুয়েলের মৃত্যু হয়েছে বলে মেডিকেল সূত্রে জানা গেছে।

অগ্নিদগ্ধদের কেউই আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী পরিচালক হোসেন ইমাম। অগ্নিদগ্ধ ৩৭ জনকে সংকটাপন্ন অবস্থায় এই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ দিয়েছেন জানিয়ে হোসেন ইমাম বলেছেন, ‘যাদের এখানে আনা হয়েছে তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রত্যেকের ৩০ শতাংশের বেশি পুড়ে গেছে, শ্বাসনালীও পুড়েছে। কেউই শঙ্কামুক্ত নন। তাদের চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, সেই অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

এদিকে মেডিকেল সূত্রে রাইজিং বিডির প্রতিনিধি ৭ বছর বয়সী শিশু জুয়েলের মৃত্যুর খবর দিয়েছেন। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

আহতদের কয়েকজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন- ফরিদ (৫৫), শেখ ফরিদ (২১), মনির হোসেন (৩০), মোস্তফা কামাল (৩৫), রিফাত (১৮), শামসুদ্দিন (১২), মো রাসেল (৩৪), রাশেদ (৩০), নয়ন (২৭), বাশার মোল্লা (৫১), বাহাউদ্দিন (৫৫), শামীম হাসান (৪৫), জুবায়ের (১৮), জয়নাল (৫০), মোহাম্মদ আলী মাস্টার (৬০), সাব্বির (২১), মো. তেনান (২৪), মামুন (৩০), কুদ্দুস বেপারি (৭০), নজরুল ইসলাম (৫০), সিফাত (১৮), আজিজ (৪৫), মিজান (৪০), নাদিম (৪৫), হুমুয়ান কবির (৭০), ইব্রাহিম (৪২), জুলহাস (৩০), ইমাম হোসেন (৩০), সাফতার (৩০), আশপ (৩৮), দেলোয়ার হোসেন (৪৮), আব্দুল মাজেদ (৩৮), জুনায়েদ (১৮), ইমরান ও শাহেদ।

প্রসঙ্গত, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময় এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় প্রায় ৪৫ জন মুসল্লি দগ্ধ হন।

ঢাকা/বুলবুল/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়