ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

পুরান ঢাকায় র‌্যাবের অভিযানে ২ কোটি টাকার পলিথিন জব্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৫, ৬ সেপ্টেম্বর ২০২০  
পুরান ঢাকায় র‌্যাবের অভিযানে ২ কোটি টাকার পলিথিন জব্দ

র‌্যাবের অভিযান

পুরান ঢাকার চকবাজারে অবৈধ পলিথিন উৎপাদন, মজুদ ও বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযান পরিচালন করেছে র‌্যাব। এ সময় ২ কোটি টাকার পলিথিন জব্দ করা হয়। 

এছাড়া ৫টি প্রতিষ্ঠানকে সিলগালা এবং ১০ জনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (০৬ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-৩ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চকবাজার থানার দেবীদাস ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।  

অভিযানে জে কে এন্টারপ্রাইজ, ফ্রেশ রোল, মেসার্স শাওন এন্টারপ্রাইজ, আনোয়ার এন্টারপ্রাইজ এবং নামবিহীন একটি প্রতিষ্ঠান থেকে ১ লাখ ২৭ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। যার বাজারমূল্য ২ কোটি টাকা। পরে প্রতিষ্ঠানগুলো সিলগালা করা হয়।  

অবৈধ পলিথিন বিক্রি এবং বাজারজাত করার অপরাধে মো. বাচ্চু, মো. শহিদুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, মো. মিজানুর রহমান, মো. আলাউদ্দিন, মো. উজ্জল, মো. আলামিন, মো. রাসেল, মো. রিপন এবং মো. শহিদকে গ্রেপ্তারের পর এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে থাকা র‌্যাব কর্মকর্তারা জানান, দণ্ডপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে অবৈধ পলিথিন বিক্রি, বাজারজাত করে আসছে। পলিথিন থেকে পরিবেশের মারাত্মক ক্ষতিও হচ্ছে।

ঢাকা/মাকসুদ/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়