ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সিনহা হত্যা: তদন্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ৭ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৩:১৬, ৭ সেপ্টেম্বর ২০২০
সিনহা হত্যা: তদন্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান (ফাইল ছবি)

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দি‌য়ে‌ছে মন্ত্রণাল‌য়ের তদন্ত ক‌মি‌টি।

সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপু‌রে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামা‌ন খা‌নের হা‌তে প্রতিবেদন তু‌লে দেন তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও সরকারের যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান।

তার সঙ্গে ছি‌লেন কমিটির সদস্য সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি সেনাবাহিনীর লে. কর্নেল এস এম সাজ্জাদ হোসেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবা‌দিক‌দের জানান, অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত‌্যাকা‌ণ্ডের তদন্ত প্রতি‌বেদন ক‌মি‌টি জমা দি‌য়ে‌ছে। এ‌টি এখনই প্রকাশ করা হ‌বে না। প্রতি‌বেদন আদাল‌তে পা‌ঠানো হ‌বে।

দায়িত্ব পাওয়ার ৩৫ দিনের মাথায় রিপোর্ট জমা দি‌য়ে‌ছে তদন্ত ক‌মি‌টি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রতিবেদনে ১৩টি সুপারিশ করেছে কমিটি।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাত ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।

ঘটনা তদন্তে গত ২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের একটি কমিটি গঠন করে। ১০ আগস্টের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার সময় বেঁধে দেয় মন্ত্রণালয়। এরপর প্রথমবার কমিটির সময় বাড়ানো হয় ২৩ আগস্ট পর্যন্ত। পরে কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে সময় ফের ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়।

এ সময়ের মধ্যে ঘটনার অন্যতম অভিযুক্ত টেকনাফ থানার বহিষ্কৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের বক্তব্য নিতে না পারায় কমিটির মেয়াদ সর্বশেষ ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এর মধ্যে গত ২ সেপ্টেম্বর কমিটি কক্সবাজার জেলা কারাগার ফটকে প্রদীপ কুমার দাশের বক্তব্য নেয়।

রাইজিংবিডি/নঈমুদ্দীন/ইভা/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়