ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনায় জয়শঙ্করের শোক

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৩, ৮ সেপ্টেম্বর ২০২০  
নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনায় জয়শঙ্করের শোক

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় শোক জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ড. এস জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের কাছে পাঠানো এক শোক বার্তায় সহানুভূতি ও গভীর সমবেদনা জানান। 

শোকবার্তায় জয়শঙ্কর বলেন, ভারত সরকার এবং ভারতের নাগরিকদের পক্ষ থেকে নারায়ণগঞ্জের ফতুল্লার বায়তুল সালাত মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করছি। এ ঘটনায় বাংলাদেশের জনগণের প্রতি বিশেষত শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক ও গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করছি।

৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লায় এলাকার বাইতুস সালাত জামে মসজিদের বিস্ফোরণ হয়। মসজিদের নিচে গ্যাসের লাইনে অসংখ্য লিকেজ থেকে গ্যাস বের হয়ে এ বিস্ফোরণ ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এ ঘটনায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন পর্যন্ত ২৮ জন মারা গেছে।

ঢাকা/হাসান/এসএম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়