ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মসজিদে বিস্ফোরণ: চিকিৎসাধীন ৫ জন মৃত্যুঝুঁকিতে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৭, ১০ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২২:১৬, ১০ সেপ্টেম্বর ২০২০
মসজিদে বিস্ফোরণ: চিকিৎসাধীন ৫ জন মৃত্যুঝুঁকিতে

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট (ফাইল ফটো)

নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরণে দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকা ৫ জনই মৃত্যুঝুঁকিতে আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন রাইজিংবিডিকে জানিয়েছেন, দগ্ধদের সুস্থ করতে সর্বাত্মক চেষ্টা চলছে। কিন্তু শ্বাসনালী পুড়ে যাওয়ায় তারা সবাই আশঙ্কাজনক অবস্থায় আছে।

রাইজিংবিডির ঢামেক প্রতিনিধি জানিয়েছেন, মো. ফরিদ (৫৫), মো. কেনান (২৪), সিফাত ওরফে রিফাত (১৮), মো. আজিজ (৪০) ও আমজাদ হোসেনকে (৩৭) আইসিইউতে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাদের হাত, মুখ, পাসহ শরীরের বিভিন্ন অঙ্গ পুড়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জের পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ৪০ জন মুসল্লি দগ্ধ হন। তাদের মধ্যে ৩৭ জনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ‌্যে ৩১ জন মারা গেছেন।

মসজিদের নিচে গ্যাসের লাইনে অসংখ্য লিকেজ থেকে গ্যাস বের হয়ে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মসজিদে বিস্ফোরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে মামলা করেছে পুলিশ।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়