ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে’

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ১১ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৮:৫৭, ১১ সেপ্টেম্বর ২০২০
‘পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে’

জামালপুরের কামরাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বন্যাদুর্গতদের মাঝে খাদ্য বিতরণ করেন তথ‌্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, ‘করোনা ও বন্যায় বিপদাপন্ন কেউ যাতে অভুক্ত না থাকে সেজন্য সরকার পর্যাপ্ত ত্রাণ বিতরণ করছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে।’

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ‌্যোগে সরিষবাড়ির কামরাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্য বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তথ‌্য প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার একদিকে যেমন জনগণের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কাজ করছে, তেমনই যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে সমস্যাগ্রস্ত মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।’

প্রতিমন্ত্রী করোনা ও বন‌্যায় সৃষ্ট সংকট মোকাবিলায় এগিয়ে আসার জন‌্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান।  

ঢাকা/আসাদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়