ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয় দক্ষতা দেখিয়েছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৭, ১৭ সেপ্টেম্বর ২০২০  
‘করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয় দক্ষতা দেখিয়েছে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয় যথাসময়ে পদক্ষেপ নেওয়ার মাধ্যমে পর্যাপ্ত দক্ষতা দেখিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২০-২১ অর্থবছরের মন্ত্রণালয় এবং বিভাগের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয় যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে। সেই সময় তাৎক্ষণিকভাবে যে কাজগুলো করা দরকার ছিল, সেটা যথাযথভাবে করা হয়েছে বলেই কোভিড-১৯ মহামারি আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।’

শেখ হাসিনা বলেন, ‘অনেকে মন্ত্রণালয়ের বিরুদ্ধে অনেক কথা বলেন। একটি অংশ আছে যাদের সমালোচনা করার অভ্যাস রয়েছে, তবে তারা নিজেরা কিছু করে না।’

সরকার অনেক বেসরকারি টেলিভিশনের অনুমতি দিয়েছে এবং দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘একসময় ডিজিটাল বাংলাদেশ গড়ার সরকারি পদক্ষেপের সমালোচনা করা হয়েছিল। এখন তারা (সামলোচকরা) সেই ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি মনে করি, যে যাই বলুক না কেন, আমরা সঠিক পথে আছি কি না, তা আমাদের আত্মবিশ্বাসের ওপর নির্ভর করে।’

কারা কী বলছেন তাতে মনোযোগ না দিয়ে সরকারি কর্মকর্তাদের আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘আপনি যখন নিজের কাজ করেন তখন আত্মবিশ্বাসের সঙ্গে করুন। নিজের ওপর আস্থা রাখুন। আপনি সঠিক কাজ করছেন কিনা তা আপনাকে বিশ্বাস রাখতে হবে। আপনার যদি এ আস্থা থাকে তবে আপনার কাজ থেকে দেশের মানুষ উপকৃত হবে।’

সরকারি কর্মকর্তাদের দেশের মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সেবা করা কর্তব্য স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন,  ‘জনগণের সেবা করা আপনার কর্তব্য। আপনারা যারা সরকারি চাকরিতে আছেন, জনগণের সেবা করায় আপনারা অঙ্গীকারবদ্ধ।  সুতরাং জনগণের সেবা করা আপনার দায়িত্ব।’

অনুষ্ঠানে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিগুলোতে কৃষিমন্ত্রী ড. মুহাম্মদ আবদুর রাজ্জাক প্রধানমন্ত্রীর পক্ষে এবং মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিবরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

ঢাকা/পারভেজ/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়