ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দুর্গাপূজায় ৩ দিনের ছুটি দাবি

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ১৮ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৫:২৯, ১৮ সেপ্টেম্বর ২০২০
দুর্গাপূজায় ৩ দিনের ছুটি দাবি

দুর্গাপূজায় ৩ দিনের সরকারি ছুটির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে হিন্দু মহাজোট ঢাকা জেলার উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

সংগঠনের ঢাকা জেলার সভাপতি অ্যাডভোকেট উজ্জ্বল কুমার মণ্ডলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, সাধারণ সম্পাদক গোপাল পাল, যুগ্ম সাধারণ সম্পাদক তপন বর্মনসহ আরো অনেকে। 

এ সময় বক্তারা বলেন, ‘দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। হিন্দু সম্প্রদায়ের লোকজন পরিবার পরিজনের সঙ্গে মিলিত হওয়ার জন্য সারা বছর এই দিনগুলোর জন্য অপেক্ষায় থাকে। কিন্তু দুঃখের বিষয়, দুর্গাপূজায় ৫ দিনের ধর্মীয় আনুষ্ঠানিকতা থাকলেও সরকারিভাবে মাত্র এক দিনের ছুটি থাকে।’ তারা দুর্গাপূজায় ৩ দিনের ছুটির দাবি জানান। 

 ঢাকা/মামুন/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়