RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২০ ||  কার্তিক ১৪ ১৪২৭ ||  ১১ রবিউল আউয়াল ১৪৪২

‘বঙ্গবন্ধু শুধু আ.লীগের নন, জাতীয় সম্পদ’

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ১৮ সেপ্টেম্বর ২০২০  
‘বঙ্গবন্ধু শুধু আ.লীগের নন, জাতীয় সম্পদ’

নওগাঁ জেলা খাদ্য বিভাগের উদ্যোগে নির্মিত বঙ্গবন্ধু কর্নার

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু আওয়ামী লীগের নন, তিনি জাতীয় সম্পদ। বিশ্ব দরবারে তিনি মহান নেতা। তাই নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে। তাহলেই দেশটা হবে সোনার বাংলাদেশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নওগাঁ জেলা খাদ্য বিভাগের উদ্যোগে নির্মিত বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

নওগাঁ জেলা খাদ্য ভবনের মূল ফটকে নির্মিত বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতার বিভিন্ন সময়ের ছবি, বইসহ তার স্মৃতিবিজড়িত জিনিসপত্র রাখা হয়েছে। কর্নারের ফলক উন্মোচন করেন খাদ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কর্নারের মাধ্যমে জাতির পিতার রেখে যাওয়া কর্ম ও বাণীগুলো নতুন প্রজন্ম জানতে পারবে।‘

অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় খাদ্য কর্মকর্তা রায়হানুল কবীর, নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশিদ, নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুখ হোসেন পাটওয়ারী, বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল ইসলামসহ খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শেষে কর্মকর্তাদেরকে সঙ্গে নিয়ে জেলা খাদ্য ভবন চত্বরে আমগাছের চারা রোপণ করেন মন্ত্রী।

ঢাকা/আসাদ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়