RisingBD Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২০ ||  কার্তিক ৫ ১৪২৭ ||  ০৩ রবিউল আউয়াল ১৪৪২

অ্যাটর্নি জেনারেলের শারীরিক অবস্থার উন্নতি 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ১৯ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৪:৫৬, ১৯ সেপ্টেম্বর ২০২০
অ্যাটর্নি জেনারেলের শারীরিক অবস্থার উন্নতি 

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম (ফাইল ছবি)

করোনাভাইরাসে আক্রান্ত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে আছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে অ্যাটর্নি জেনারেলকে দেখাশোনার দায়িত্বে নিয়োজিত জুনিয়র অ্যাডভোকেট মাসুদ মিয়া রাইজিংবিডিকে বলেন, ‘তাকে (অ্যাটর্নি জেনারেল) আইসিইউতে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। তিনি সবাইকে চিনতে পারছেন। এখন অবস্থা অনেকটা ভালো।’

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্ত্রী বিনতা মাহবুব বলেন, ‘এখন তিনি অনেকটা ভালো আছেন। আশা করছি দু’এক দিনের মধ্যে কেবিনে দেবে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক তার খোঁজ খবর নিচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞ।’ অ্যাটর্নি জেনারেলের সুস্থতার জন‌্য দেশবাসীর প্রতি দোয়া চেয়েছেন তিনি। 

গতকাল ১৯ সেপ্টেম্বর ভোরে অ্যাটর্নি জেনারেলকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে স্থানান্তর করা হয়। ভোরে অ্যাটর্নি জেনারেলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে নেওয়া হয়। গত ৪ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।      
 

ঢাকা/মেহেদী/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়