ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মালেকের বিরুদ্ধে তোলা অভিযোগ ব্যক্তিগত, দায় নেবে না অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ২৩ সেপ্টেম্বর ২০২০  
মালেকের বিরুদ্ধে তোলা অভিযোগ ব্যক্তিগত, দায় নেবে না অধিদপ্তর

মো. আব্দুল মালেক

স্বাস্থ্য অধিদপ্তরের বরখাস্ত হওয়া গাড়িচালক মো. আব্দুল মালেকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো তার ব্যক্তিগত। এ দায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর নেবে না।

বুধবার (২৩ সেপ্টেম্বর) অধিদপ্তরের এ সংক্রান্ত বক্তব্য প্রেস বিজ্ঞপ্তি আকারে সংবাদ মাধ্যমে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মোস্তফা খালেদ আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে স্মারক ১২৫৪ তারিখ-২৪/১১/২০১৯ তারিখ মূলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর গঠিত হয়। অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন গত ৩১/১২/২০১৯ তারিখ মহাপরিচালক হিসাবে যোগ দেন। গাড়িচালক মো. আব্দুল মালেককে গত ০১/০১/২০২০ তারিখ স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেষণে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে ন্যাস্ত করা হয়।

প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজ পর্যন্ত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কোনো ধরনের কেনাকাটা, কর্মচারী নিয়োগ, পদায়ন বা পদোন্নতির কাজ করা হয়নি। কাজেই গাড়িচালক মো. আব্দুল মালেকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর সঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কোনো সংশ্লিষ্টতা নেই।

উল্লেখ্য যে, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কোনো পরিবহন পুল নেই। মালেকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর দায় তার ব্যক্তিগত।

ঢাকা/সাওন/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়