ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সৌদিতে আরও দুটি ফ্লাইট ঘোষণা বিমানের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩২, ২৪ সেপ্টেম্বর ২০২০  
সৌদিতে আরও দুটি ফ্লাইট ঘোষণা বিমানের

দেশে আসা প্রবাসী বাংলাদেশিদের সৌদি আরবে ফেরাতে আরও ফ্লাইটের অনুমতি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর পরিপ্রেক্ষিতে আরও দুটি ফ্লাইটের ঘোষণা দিয়েছে উড়োজাহাজ সংস্থাটি।

১৮-২০ মার্চের জেদ্দা এবং  ১৮ ও ১৯ মার্চের রিয়াদগামী রিটার্ন টিকিটধারী যাত্রীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৯ সেপ্টেম্বর ঢাকা-রিয়াদ ও ৩০ সেপ্টেম্বর ঢাকা-জেদ্দা ফ্লাইট পরিচালনা করবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিমানের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিমান জানায়, ১৮-২০ মার্চের জেদ্দা ও ১৮ ও ১৯ মার্চের রিয়াদগামী  ফিরতি টিকিটধারী যাত্রীদের এই ফ্লাইটে  বুকিং দেওয়ার জন্য বিমান সেলস অফিসে টিকিট, পাসপোর্ট, সৌদি আরব নির্ধারিত অ্যাপস/ লিংক থেকে অনুমোদনসহ ২৫ ও ২৬ সেপ্টেম্বর যোগাযোগ করতে হবে। বুকিং ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে হবে। নতুন ফ্লাইট অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে অন্য যাত্রীদেরও বুকিংয়ের জন্য অবহিত করা হবে। তাই অন্য যাত্রীদের এখনই অযথা কাউন্টারে ভিড় না করতে অনুরোধ করেছে বিমান।

করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক এবং নমুনা সংগ্রহের ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরব পৌঁছতে হবে। সব যাত্রীকে ঢাকা থেকে কোভিড পরীক্ষা করতে হবে এবং ঢাকা থেকেই যাত্রা করতে হবে।

ঢাকা/হাসান/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়