ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

দূতাবাস নয়, সৌদি ভিসা নবায়ন করা যাবে ১৮ এজেন্সির মাধ্যমে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ২৭ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৬:৩৬, ২৭ সেপ্টেম্বর ২০২০
দূতাবাস নয়, সৌদি ভিসা নবায়ন করা যাবে ১৮ এজেন্সির মাধ্যমে

টিকিটের জন‌্য আজও ভিড় করেন প্রবাসীরা

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে প্রবাসীদের ভিসা নবায়ন প্রক্রিয়া শুরু করছে সৌদি সরকার। তবে সৌদি আরবের দূতাবাস নয়, অনুমোদিত ১৮টি এজেন্সির মাধ্যমে ভিসা নবায়ন আবেদন করা যাবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানের সৌদি কনস্যুলেট অফিসের সামনে ভিসা নবায়ন ও বিমানের টিকিট সংগ্রহ করতে ভিড় করেন প্রবাসীরা। তারা ভিসার মেয়াদ বাড়ানোর দাবিতে ক্ষোভ প্রকাশ করেন।

সৌদি কনস্যুলেট জানিয়েছে, আজ দেওয়া হবে টোকেনধারী ৫০০ জনের টিকিট। নতুন করে টোকেন দেওয়া হবে ৪ অক্টোবর থেকে।

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সৌদি সরকার বাংলাদেশি প্রবাসীদের ভিসা ও আকামার মেয়াদ বাড়ানোর কথা জানায়। পাশাপাশি শুরু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট। 

অনুমোদিত ১৮ এজেন্সির তালিকা
 

ঢাকা/হাসান/ইভা

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়