ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘হল ভাড়া করে জন্মদিনের অনুষ্ঠান বাতিল করতে বলেছেন প্রধানমন্ত্রী’

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ২৭ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৮:৪৪, ২৭ সেপ্টেম্বর ২০২০
‘হল ভাড়া করে জন্মদিনের অনুষ্ঠান বাতিল করতে বলেছেন প্রধানমন্ত্রী’

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সোমবার দলের আয়োজনে যে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল, তা বাতিল করা হয়েছে। এর পরিবর্তে কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, নেত্রী গতকাল আমাকে বলে দিয়েছেন, কৃষিবিদ ইনস্টিটিউশনের আলোচনা সভা এটা করা যাবে না। তিনি বলেছেন, ‘আমার জন্মদিবস করোনাকালে হল ভাড়া করে করতে হবে,এটা আমি চাই না।’

‘সেজন্য আমরা আগামীকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মিলাদ মাহফিল করব। নেত্রীর অনিচ্ছায় আমরা যেটা কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজন করেছিলাম তার পরিবর্তে আগামীকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে।’

এ সময় করোনা প্রাদুর্ভাবের কথা স্মরণে রেখে যেকোনো অনুষ্ঠানের সময়সীমা একঘণ্টার মধ্যে রাখার আহ্বান জানান ওবায়দুল কাদের।
 

পারভেজ/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়