Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৬ মে ২০২১ ||  বৈশাখ ২৩ ১৪২৮ ||  ২৩ রমজান ১৪৪২

সৌদিপ্রবাসী বাংলাদেশিদের জন্য ফ্লাইট বাড়ানোর অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪২, ২৭ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২০:২২, ২৭ সেপ্টেম্বর ২০২০
সৌদিপ্রবাসী বাংলাদেশিদের জন্য ফ্লাইট বাড়ানোর অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন করোনা মহামারির কারণে আটকেপড়া সৌদিপ্রবাসী বাংলাদেশিদের ফিরে যাওয়ার সুবিধার্থে প্রয়োজনীয় ফ্লাইট বাড়াতে জন্য সৌদি আরবকে অনুরোধ জানিয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনালাপের সময় এ অনুরোধ জানান।

এ সময় ড. মোমেন আকামার মেয়াদ বৃদ্ধি ও ভিসা দিতে সৌদি আরবের সিদ্ধান্তকে স্বাগত জানান। বিমান বাংলাদেশ ফ্লাইট চলাচলে অনুমতি দেওয়ায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে তিনি ধন্যবাদ জানান। 

একইসঙ্গে দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়ার জন্য সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। 

বর্তমানে রিয়াদ, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ বিনের ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

ঢাকা/হাসান/জেডআর

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়