ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে ৭ অক্টোবর গণসমাবেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ২৯ সেপ্টেম্বর ২০২০  
সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে ৭ অক্টোবর গণসমাবেশ

সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গণসমাবেশ ও খাদ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ কর্মসূচি পালন করবে গণতান্ত্রিক বাম ঐক্য।

আগামী ৭ অক্টোবর (বৃহস্পতিবার) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণসমাবেশ কর্মসূচি পালন করা হবে।

মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর) বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক কমরেড ডা. এম এ সামাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম, প্রগতিশীল গণতান্ত্রিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন খান, কৃষক মোর্চার আহ্বায়ক মোহাম্মদ মাসুম এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে নেতারা বলেন, ‘সিন্ডিকেটের দৌরাত্মে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের (মোটা চাল, ডাল, ভোজ্য তেল, পেঁয়াজ, চিনি, সবজি) বাজারে চরম মুনাফাবাজি চলছে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য খেটে খাওয়া মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। সাধারণ মানুষ ভূখা-নাঙ্গা অবস্থায় দিন কাটাচ্ছে। খাদ্যাভাবজনিত সংকট রোধকল্পে বিভিন্ন দেশে অনেক আগে থেকেই রেশনিং ব্যবস্থা চালু হয়েছে।’

নেতারা বলেন, ‘আমাদের দাবি, সরকারকে রেশনিং ব্যবস্থা চালু করে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহের উদ্যোগ নিতে হবে। হিসাব করে দেখা যায়, সরকার প্রতি বছর একটি ফ্লাইওভার প্রকল্প বাদ দিলে, সেই টাকায় ৮ কোটি মানুষকে রেশন সুবিধা দেওয়া সম্ভব। উন্নয়নের ফাঁকিবাজির রাজনীতির পরিবর্তে গরিবের পেটে অন্ন দেওয়া অনেক উত্তম।’

সংকট সমাধানে অবিলম্বে রেশনিং ব্যবস্থা চালুর ঘোষণা ও বাজেট বরাদ্দ, নগর ও গ্রামের দরিদ্র মানুষের সঠিক তালিকা প্রণয়ন,  রেশনিং ব্যবস্থার দুর্নীতি প্রতিরোধে প্রতিটি এলাকায় গণতদারকি কমিটি গঠন করার দাবি জানানো হয়েছে। 
কর্মসূচিতে সবাইকে দলে দলে যোগদানের আহ্বান জানান তারা।

ঢাকা/হাসান/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়