ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আহ্বান

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১০, ৩০ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৯:৪৪, ৮ মার্চ ২০২১
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আহ্বান

একাদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের ১নং স্থায়ী কমিটি কক্ষে বিকেল ৩টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বৈঠকে যেসব অর্পিত সম্পত্তির কোন দাবিদার নেই, সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য করণীয় নিয়ে আলোচনা হবে। মাঠ পর্যায়ে স্বচ্ছতা আনতে ভূমি অফিসের কার্যক্রম ও গুচ্ছগ্রাম প্রকল্প নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের ১নং স্থায়ী কমিটি কক্ষে অনুষ্ঠিত বৈঠকে  সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি মো. মকবুল হোসেন।

কমিটির সদস্য ও ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মনোরঞ্জন শীল গোপাল, মো. আনোয়ারুল আজীম, নেছার আহমদ, উম্মে ফাতেমা নাজমা বেগম এবং মো. আমিনুল ইসলামের বৈঠকে অংশগ্রহণ করার কথা রয়েছে।

ঢাকা/আসাদ/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়