ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নারীর নিরাপত্তায় মোবাইল ফোনে বিশেষ ট্র্যাকার সংযুক্তির আহ্বান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০১, ৩০ সেপ্টেম্বর ২০২০  
নারীর নিরাপত্তায় মোবাইল ফোনে বিশেষ ট্র্যাকার সংযুক্তির আহ্বান

নারীর নিরাপত্তায় মোবাইল ফোনে বিশেষ ট্র্যাকার সংযুক্তির আহ্বান জানিয়ে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব) সাধারণ সম্পাদক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এস. এম. ফরহাদকে চিঠি দিয়েছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দীন আহমেদ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ই-মেইলে এ চিঠি পাঠানো হয়।

পাশাপাশি চিঠির অনুলিপি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও সব অপারেটরগুলোর সিইও বরাবরও পাঠানো হয়।

এমটব’র চিঠিতে বলা হয়, দেশে নারী নির্যাতন ও ধর্ষণ চরম আকার ধারণ করেছে। আমরা গ্রাহকদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। 

আরও বলা হয়, আন্তর্জাতিক তথ্যানুযায়ী বাংলাদেশ ধর্ষণের দিক থেকে পৃথিবীতে ৪০তম অবস্থানে। যুক্তরাষ্ট্রসহ অনেক উন্নত দেশে এরইমধ্যে ধর্ষণ ও নারী নির্যাতন রোধে মোবাইল ফোনে বিশেষ প্রযুক্তি অ্যাপ ও ট্র্যাকার সংযুক্ত করেছে। কোনো কোনো দেশে হ্যান্ডসেট ডিভাইসের সঙ্গে প্রিপার স্প্রে’র ব্যবস্থাও রাখা হয়েছে। আমরা চাই প্রতিটি অপারেটর তাদের গ্রাহকদের নিরাপত্তার জন্য বিশেষ অ্যাপস-ট্র্যাকার বা এক ডিজিটের ফ্রি কলিংয়ের ব্যবস্থা রাখা হোক। এতে নারী নির্যাতন ও ধর্ষণ থেকে অনেক রেহাই পাবে বলে আমরা মনে করি।

ঢাকা/হাসিবুল/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়