ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কুয়েতের আমিরের মৃত্যুতে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ১ অক্টোবর ২০২০  
কুয়েতের আমিরের মৃত্যুতে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে বৃহস্পতিবার (১ অক্টোবর) একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী, কুয়েতের আমিরের মৃত‌্যুতে রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

আমির শেখ সাবাহ আল-জাবের আল-সাবাহর রূহের মাগফেরাতের জন্য আজ বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

গত ২৯ সেপ্টেম্বর কুয়েতের আমির মারা যান। বুধবার (২৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৃহস্পতিবার একদিনের শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ সবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহের ইন্তেকালে ১ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করা হবে।

নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়