ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দুর্গাপূজায় ৩ দিন সরকারি ছুটি দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ২ অক্টোবর ২০২০  
দুর্গাপূজায় ৩ দিন সরকারি ছুটি দাবি

শারদীয় দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

শুক্রবার (০২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।

মানববন্ধনে জাতীয় হিন্দু মহাজোটের প্রধান সমন্বয়কারী শ্যামল কুমার রায়, নির্বাহী মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দে, সিনিয়র সহ-সভাপতি ডি সি রায়, সহ-সভাপতি প্রভাস চন্দ্র মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করার বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বারবার অনুরোধ করার পরও সরকার সম্পূর্ণ নিশ্চুপ। দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে হিন্দু সম্প্রদায় উদ্বিগ্ন। 

বক্তারা দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি, পূজায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সংখ্যালঘু কমিশন ও মন্ত্রণালয় গঠনের দাবি জানান।

ঢাকা/মামুন/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়