Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ১২ মে ২০২১ ||  বৈশাখ ২৯ ১৪২৮ ||  ২৯ রমজান ১৪৪২

টোকেনের দাবিতে সৌদি প্রবাসীদের বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৮, ৪ অক্টোবর ২০২০   আপডেট: ১৪:২৪, ৪ অক্টোবর ২০২০
টোকেনের দাবিতে সৌদি প্রবাসীদের বিক্ষোভ

টোকেনের দাবিতে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে বিক্ষোভ করছেন প্রবাসীরা।

রোববার (০৪ অক্টোবর) সকালে তারা রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের সামনে বিক্ষোভ করেন। এক পর্যায়ে তারা সোনারগাঁও হোটেলের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হেমায়েত উদ্দিন নামে এক প্রাবসী বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশে আমি ওই দেশে নিয়োগ দাতার সঙ্গে কথা বলে ভিসার মেয়াদ বাড়ায়। আমার কাছে টোকেন আছে। সকাল থেকে এসে বসে আছি। টিকিট নিতে ভেতরে যেতে চাইলে তালবাহানা শুরু করে। সময়মতো টিকিট না পেলে সৌদি যেতে পারব না।’

কয়েক দিন বন্ধ থাকার পর আজ থেকে আবার সৌদি আরবে যাওয়ার টিকিট বিক্রি জন্য টোকেন দেওয়া শুরু করেছেন সৌদি এয়ারলান্স। এ জন্য ভোর থেকেই সোনারগাঁর প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে ভিড় করেন প্রবাসীরা। সকাল ১০টার দিকে প্রবাসীরা ভিসার মেয়াদের ভিত্তিতে টোকেন দেওয়ার দাবি জানাতে থাকেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের ভেতরে না নিয়ে বাইরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করে রাখে। এক পর্যায়ে তারা ভেতরে প্রবেশের চেষ্টা করেন। পরে রোববার বেলা সাড়ে ১১টায় যাদের দিন ধার্য রয়েছে তাদের ডেকে ডেকে ভেতরে নিয়ে টিকিট দেওয়া হচ্ছে।

এদিকে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সোনারগাঁও হোটেলের সামনে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। 

ঢাকা/মাকসুদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়