ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সৌদি ফ্লাইটে যাত্রী পরিবহনের শর্ত শিথিল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫০, ৪ অক্টোবর ২০২০  
সৌদি ফ্লাইটে যাত্রী পরিবহনের শর্ত শিথিল

সৌদি আরবে যাওয়ার জন্য অপেক্ষমান বাংলাদেশিদের ভোগান্তি নিরসনে যাত্রী পরিবহনের ক্ষেত্রে আরোপিত শর্ত শিথিল করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

রোববার (৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, প্রতিটি ফ্লাইটে যাত্রী বহনের ক্ষেত্রে আরোপিত সীমাবদ্ধতার শর্ত (প্রশস্ত বিমানে ২৬০ এবং অপ্রশস্ত বিমানে ১৪০ যাত্রী পরিবহন) আগামী ২৪ অক্টোবর পর্যন্ত শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, এক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি কমানোর জন্য বেবিচক যথাযথ ব্যবস্থা নেবে।

নির্দিষ্ট সংখ্যক যাত্রী পরিবহনের বিষয়ে বিদ্যমান সাধারণ নিষেধাজ্ঞা শিথিলের সুযোগ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং সৌদি অ‌্যারাবিয়ান এয়ারলাইনস যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছে বেবিচক।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়