ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘শর্তপূরণ করে আবেদন করলে বারের লাইসেন্স’

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৫, ৬ অক্টোবর ২০২০   আপডেট: ১৯:১৩, ৬ অক্টোবর ২০২০
‘শর্তপূরণ করে আবেদন করলে বারের লাইসেন্স’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শর্তপূরণ করে যদি কেউ বারের আবেদন করে তাহলে লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার।

মঙ্গলবার (০৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমিত আকারে পানশালার লাইসেন্স দিয়েছি। ঢাকা ক্লাবসহ কয়েকটি ক্লাবে পানশালার লাইসেন্সসহ বার লাইসেন্স রয়েছে। যারা শর্তপূরণ করে লাইসেন্সের আবেদন করেছে তাদের লাইসেন্স দেওয়া হয়েছে। 

এ সময় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নারী নির্যাতনের জড়িত সবাইকে গ্রেফতার করে আইনের মুখোমুখি করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

ঢাকা/আসাদ/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়