ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাজধানীতে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪২, ৭ অক্টোবর ২০২০   আপডেট: ২১:৫৩, ৭ অক্টোবর ২০২০
রাজধানীতে তীব্র যানজট

রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে সন্ধ্যার পর অফিসফেরত লোকজনকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

সরেজমিন দেখা যায়, বুধবার (০৭ অক্টোবর) সকাল থেকে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে শাহবাগে আন্দোলন শুরু হয়। ফলে আন্দোলনস্থল শাহবাগ, মতিঝিলের সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে তৈরি হয় যানজট।

ওইসব এলাকার পাশাপাশি নিউমার্কেট, ধানমন্ডি, নীলক্ষেত, আজিমপুর, বুয়েট, প্রেসক্লাব, উত্তরা, বিমানবন্দর এলাকার সড়কে যানজট বিস্তার করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যা তীব্র রূপ নেয়।

গত সোমবার থেকে ধর্ষণ ও নিপীড়নবিরোধী বিক্ষোভ করছেন বিভিন্ন পেশার মানুষ। এতে অংশ নিয়েছেন ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করেন ধর্ষণবিরোধী আন্দোলনকারীরা।

ইয়ামিন/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়