ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সংসদের মূল ভবনের আধুনিক লাইট স্থাপন পরিদর্শন করলেন স্পিকার

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ৯ অক্টোবর ২০২০  
সংসদের মূল ভবনের আধুনিক লাইট স্থাপন পরিদর্শন করলেন স্পিকার

জাতীয় সংসদের মূল ভবনের ৪৮টি পয়েন্টে আধুনিক এবং বিদ্যুৎ সাশ্রয়ী লাইট স্থাপন এবং টানেলের ভেতরে আধুনিক লাইট স্থাপন কাজ পরিদর্শন করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

শুক্রবার (০৯ অক্টোবর) পরিদর্শন শেষে তিনি পরামর্শ ও মতবিনিময় সভায় অংশ নেন।

এসময় সংসদ ভবন গণপূর্ত বিভাগের পক্ষ থেকে জাতীয় সংসদের টানেল এবং মূল ভবন আলোকিত করার কাজের পরিকল্পিত নকশার ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে পরিকল্পনা অনুসারে বাস্তবায়িত কাজগুলোর দুটি ভিডিও চিত্র উপস্থাপন করা হয়।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর পরামর্শ ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

ঢাকা/আসাদ/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়