ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইতালি দূতাবাসের সামনে প্রবাসীদের মানববন্ধন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ১১ অক্টোবর ২০২০  
ইতালি দূতাবাসের সামনে প্রবাসীদের মানববন্ধন

রাজধানীতে ইতালি দূতাবাসের সামনে প্রবাসীদের মানববন্ধন

করোনা মহামারির প্রাদুর্ভাবের শুরুর দিকে এবং এর আগে ইতালি থেকে বাংলাদেশে আসা প্রবাসীরা এখন বিপাকে পড়েছেন। ফ্লাইট ও ভিসার মেয়াদ না থাকায় তারা এখন কর্মস্থলে ফিরতে পারছেন না। তাই তিন দফা দাবিতে ঢাকাস্থ ইতালি দূতাবাসের সামনে মানববন্ধন করেছেন তারা।

রোববার (১১ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে ইতালি দূতাবাসের সামনে মানববন্ধন করা হয়। এরপর দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনেও মানববন্ধন করেন তারা।

ইতালি প্রবাসীদের তিন দফা দাবি হচ্ছে—যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের ভিসার মেয়াদ বাড়াতে হবে। বাংলাদেশ-ইতালি ফ্লাইট চালু করতে হবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতালি প্রবাসীদের সহায়তা করতে হবে।

ইতালিফেরত প্রবাসীরা জানান, করোনার কারণে ৮-১০ মাস ধরে তারা দেশে আটকে আছেন। তাদের মধ্যে অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ায় তারা এখন উদ্বিগ্ন। কিন্তু ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ইতালি। তাই তারা মানববন্ধন করছেন।

ভিসা জটিলতায় কয়েকদিন ধরেই রাজধানীতে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন সৌদি আরব প্রবাসীরা। এবার কর্মসূচি পালন শুরু করেছেন ইতালি প্রবাসীরা।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়