ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর ড্যাম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৭, ১১ অক্টোবর ২০২০  
দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর ড্যাম উদ্বোধন

দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর ড্যাম উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ভরাশঙ্কে দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর ড্যাম উদ্বোধন করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালি এ ড্যামের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। এ সময় সেখানে বিশেষ অতিথি ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও কৃষি সচিব মো. নাসিরুজ্জামান।

ড‌্যাম উদ্বোধনকালে কৃষিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার ভূ-উপরিভাগের পানি ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে। ভূ-উপরিস্থ পানি ধরে রেখে তা কীভাবে সেচ বা ফসল আবাদে ব্যবহার করা যায়, সে লক্ষ্যে সরকার কাজ করছে। সেজন্য দেশের প্রথম এই হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণ করা হয়েছে। সেচের কারণে বাংলাদেশে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। সেজন্য ভূ-উপরিস্থ পানি ধরে রেখে সেচকাজে ব্যবহারের জন্য সারা দেশে আরও হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণ করা হবে।’

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ। কৃষির কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ২৫ বছর আগেই ‘‘কৃষক বাঁচাও আন্দোলন’’ করেছিলেন। আজ তার নেতৃত্বেই কৃষিবিপ্লব ঘটিয়ে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। অনেক দেশের তুলনায় আমাদের দেশের প্রবৃদ্ধির হার অনেক ভালো এবং এই ভালো প্রবৃদ্ধির হারে সবচেয়ে বেশি অবদান কৃষির।’

আনোয়ারার ভরাশঙ্কে ড্যাম প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএডিসির পরিচালক (ক্ষুদ্র সেচ) মো. আরিফ, রাবার ড্যাম নির্মাণ প্রকল্পের পরিচালক প্রকৌশলী ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ প্রমুখ। এ সময় বিএডিসির প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়