ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘শেখ হাসিনার নেতৃত্বে দেশে গণতান্ত্রিক সংসদীয় পদ্ধতি চালু হয়েছে’

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৪, ১৫ অক্টোবর ২০২০  
‘শেখ হাসিনার নেতৃত্বে দেশে গণতান্ত্রিক সংসদীয় পদ্ধতি চালু হয়েছে’

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে গণতান্ত্রিক সংসদীয় পদ্ধতি চালু হয়েছে।’ 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর মণিপুরি পাড়ায় গণপূর্ত বিভাগের কর্মচারী ও জাতীয় সংসদ ভবনের নিরাপত্তারক্ষীদের জন্য নির্মিতব‌্য দুটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার পর দেশে সংসদীয় পদ্ধতি অকার্যকর হয়ে পড়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আবারও পার্লামেন্টারি পদ্ধতিতে ফিরে যাওয়া সম্ভব হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘গণপূর্ত বিভাগের কর্মচারী ও সংসদের নিরাপত্তার সঙ্গে জড়িতদের সুবিধার্থে এ দুটি ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।’

মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে ভবন নির্মাণের জন‌্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন চিফ হুইপ।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য নাহিদ ইজাহার খান, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ সংসদ সচিবালয় ও গণপূর্ত বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়