ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পানি ভবনের নির্মাণকাজের প্রশংসা

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ১৫ অক্টোবর ২০২০  
পানি ভবনের নির্মাণকাজের প্রশংসা

রাজধানীতে নবনির্মিত ‘পানি ভবন’

পানি ভবনের নির্মাণকাজের প্রশংসা করেছে পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির ১২তম বৈঠকে এ প্রশংসা করা হয়।

রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস‌্য পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, সামশুল হক চৌধুরী ও নুরুন্নবী চৌধুরী।

বৈঠকে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী (আপার) পুনঃখনন প্রকল্পের অগ্রগতি এবং কীর্তনখোলা নদীর ভাঙন থেকে বরিশাল সদর উপজেলাধীন চরবাড়িয়া এলাকা রক্ষা প্রকল্পের বিষয়ে আলোচনা করা হয়।

পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ অন‌্যান‌্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়