ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শিশু নির্যাতনকারীদের দ্রুত বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ১৬ অক্টোবর ২০২০  
শিশু নির্যাতনকারীদের দ্রুত বিচার দাবি

শিশু নির্যাতনকারীদের দ্রুত বিচার করার দাবি জানিয়েছে খেলাঘর নামে একটি সংগঠন।

শুক্রবার (১৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানায় খেলাঘর ঢাকা মহানগর দক্ষিণ।
বক্তারা বলেন, দেশজুড়ে শিশু ও নারী নির্যাতন-নিপীড়ন বেড়ে চলেছে। কোথাও কোথাও শিশু ও নারীর ওপর যৌন নিপীড়নের পর তাদের হত্যা করা হচ্ছে। কোথাও আজ শিশু ও নারী নিরাপদ নয়। বিচারের দীর্ঘসূত্রতা, বিচারহীনতার কারণে অপরাধীরা ভয়ঙ্কর হয়ে উঠছে। আবার কখনও  রাজনৈতিক ছত্রছায়ার কারণে হয়ে উঠেছে দানবীয়।

তারা বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক দ্রুত শাস্তির দাবিতে আজ রাজপথে দাঁড়িয়েছি। আমরা শিশুদের জন‌্য নিরাপদ পরিবেশ চাই। চাই তাদের বাসযোগ্য একটি মানবিক বাংলাদেশ।

ঢাকা/মামুন/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়