ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

করোনায় বাংলাদেশ বেতারের পরিচালকের মৃত্যু 

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ১৭ অক্টোবর ২০২০  
করোনায় বাংলাদেশ বেতারের পরিচালকের মৃত্যু 

আমানুল্লাহ মাসুদ হাসান (ফাইল ফটো)

করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ‌্য ও পুষ্টি সেলের পরিচালক আমানুল্লাহ মাসুদ হাসান মারা গেছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৩টায় রাজধানীর গুলিস্তানের সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

মাসুদ হাসানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিসিএস তথ্য সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সায়েদ মোস্তফা কামাল। 

উল্লেখ্য, আমানুল্লাহ মাসুদ হাসান বিসিএস (তথ্য) ক্যাডারের ৯ম ব্যাচের কর্মকর্তা ছিলেন। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১১ অক্টোবর তাকে রাজধানীর গুলিস্তানের সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি করা হয়। 

ঢাকা/আসাদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়