ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সারা দেশে পুলিশের ধর্ষণবিরোধী সমাবেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ১৭ অক্টোবর ২০২০  
সারা দেশে পুলিশের ধর্ষণবিরোধী সমাবেশ

রাজধানীর লালবাগে পুলিশের ধর্ষণবিরোধী সমাবেশ

ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সারা দেশে সমাবেশ করেছে বাংলাদেশ পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) দেশব্যাপী ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় সমাবেশ করা হয়।

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩০২টি বিট একযোগে প্রতিবাদ সমাবেশ করেছে। ৫০টি থানা এলাকায় শনিবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত সমাবেশ চলে। একইভাবে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ করে জেলা, থানা ও পুলিশের বিভিন্ন ইউনিট।

ডিএমপির মিডিয়া সেন্টার থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল ১১টায় স্বাস্থ্যবিধি মেনে একযোগে ডিএমপির প্রতিটি থানা এলাকায় সমাবেশ শুরু করা হয়। সমাবেশে পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাদের হাতে ছিল ধর্ষণবিরোধী ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন।

সমাবেশে বক্তারা বলেন, ‘ধর্ষণ ও নারী নির্যাতন জঘন্য অপরাধ। সবাইকে এর প্রতিবাদ করতে হবে। শুধু আইন করে নয়, জনসচেতনতার মাধ্যমেও এ ধরনের ঘৃণ্য অপরাধ থেকে মানুষকে ফেরানো সম্ভব। এজন‌্য সব শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে।’

রাজধানীতে ধর্ষণবিরোধী সমাবেশে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, বিভিন্ন ইউনিটের প্রধান, এসআই, এএসআই ও কনস্টেবলসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশ নেন।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়